আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগষ্ট ৷৷ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হবার পাসাপাশি ক্যারিয়ার গড়ে তোলার জন্য উদ্যোগ নিল ওয়েমার্ক ফাউন্ডেশন নামে একটি সংস্থা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘ক্যারিয়ার কাউন্সিলিং ত্রিপুরা’ নামে সংস্থার পক্ষ থেকে একটি বই প্রকাশ করা হয়। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, আগরতলা প্রেস ক্লাবের কনভেনার প্রণব সরকার প্রমুখ। উপস্থিত অতিথিরা এই ধরনের উদ্যোগের জন্য ওয়েমার্ক ফাউন্ডেশন সংস্থাকে সাধুবাদ জানিয়েছেন।