আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগষ্ট ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও আগামী ১০ই আগষ্ট পালিত হবে জাতীয় কৃমি নাশক দিবস। মঙ্গলবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, ১০ আগষ্ট রাজ্যে ১ থেকে ১৯ বছরের শিশু ও কিশোর-কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। তিনি জানান, প্রায় ১১ লক্ষ ছাত্র ছাত্রীদের এদিন বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। যারা এদিন কৃমিনাশক ওষুধ খেতে পারবেন না, তাদের আগামী ১৭ ও ১৮ আগষ্ট মপআপ দিবসে এই ওষুধ খাওয়ানো হবে। উল্লেখ্য, ১০ আগষ্ট ধর্মনগরে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন।