গোপাল সিং, খোয়াই, ০৯ আগষ্ট ৷৷ পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও দুঃসাহসিক চুরি খোয়াইয়ে। খোয়াই থানাধীন লালছড়া এলাকার রামকৃষ্ণ আশ্রম ও অনুকূল ঠাকুরের আশ্রমে চোরের দল হানা দিয়ে প্রায় লক্ষাধিক টাকা সহ বহু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে চুরিগুলি সংগঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই খোয়াই শহরে একের পর এক চুরিকান্ড সংগঠিত হলেও পুলিশি কোনো ভূমিকা নেই। একই দিনে একসাথে দুটি ধর্মীয় স্থানে চুরির ঘটনায় খোয়াইজুড়ে চাঞ্চল্য দেখা দেয়।