আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগষ্ট ৷৷ ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বৃহস্পতিবার এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই বৈঠকে আসামের অর্থ ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্বশর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সভাপতি বিপ্লব কুমার দেব, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, দলের সম্পাদিকা প্রতিমা ভৌমিক, সম্পাদক রাজীব ভট্টাচার্য, নারী মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত প্রমুখ। নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্বশর্মা বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের দু’টি আসনেই যাতে বিজেপি প্রার্থী জয়ী হয় এর জন্য কাজ চলছে। তিনি আরো বলেন, জাতীয় নাগরিকত্ব পঞ্জি (এন আর সি) কোন ইস্যুই নয়। শুধু খসড়া তালিকা প্রকাশ হয়েছে। এনিয়েই বিরোধীরা রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছে।