অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য সিরিজের প্রথম ম্যাচে ভারতের নেতৃত্ব থাকছে বিরাট কোহলির কাঁধে। নিয়মিত অধিনায়ক ধোনি থাকছেন না ইনজুরির কারণে। যদিও ম্যাচে দুদিন আগে শোনা গিয়েছিলো খেলতে পারেন ভারত অধিনায়ক।
দুদিন আগের কথাটা শেষ পর্যন্ত সত্য হলো না। ভারতের নেতৃত্বের ভার তাই বহন করতে হবে দলের সেরা তারকা বিরাট কোহলিকেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার থেকে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে। সিরিজে মোট চারটি টেস্ট খেলবে দুই দল।
দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর থেকে। খেলা হবে ব্রিজবেনের ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে। তৃতীয় ম্যাচের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। শেষ ম্যাচ শুরু হবে ৬ জানুয়ারি। শেষ ম্যাচের ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড।