আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট ৷৷ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা পর্যটন দপ্তর এবং মিজোরাম সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে ‘এক ভারত শ্রেষ্ট ভারত’ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচী পালিত হয়। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা। উক্ত অনুষ্ঠানে ত্রিপুরা ও মিজোরামের সাংস্কৃতিক দল বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে রাজস্বমন্ত্রী বলেন, ‘এক ভারত শ্রেষ্ট ভারত’ এই থিমকে কেন্দ্র করে ত্রিপুরা ও মিজোরামের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচীতে দুই রাজ্যের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের সহকারী অধ্যাপক ডঃ উৎপল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে মিজোরাম সাংস্কৃতিক দল চেরো নৃত্য, ছেইলাম নৃত্য, সারলামকাই নৃত্য এবং ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতিক দল মামিতা নৃত্য ও দলগত রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন।