আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট ৷৷ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে প্রধান্য দিয়ে রিলিজ করা হল ডিজিটাল নর্থ ইস্ট ভিশন ২০২২। মূলত ডিজিটাল নর্থ ইস্ট, স্বচ্ছতা, কার্যকর পরিষেবা প্রদান এবং ভালো শাসন ব্যবস্থা সুনিশ্চিত করার লক্ষ্যে শনিবার দুপুরে গৌহাটিতে এই প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এই অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মূখ্যমন্ত্রীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও।