কাশ্মীরে নির্বাচনী প্রচারে মোদী

Untitled-5শ্রীনগর, ৮ ডিসেম্বর ।। সোমবার ভূস্বর্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের সভা অনুষ্ঠিত হয়। মোদীর সভার কারণে কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছিল শ্রীনগর। 
সোমবার শ্রীনগরের বিভিন্ন জায়গায় করেন প্রধানমন্ত্রী। যে ক্রিকেট স্টেডিয়ামে মোদী তাঁর প্রথম সভাটি করেন সেখানে উড়তে দেখা গেছে সেনাবাহিনীর হেলিকপ্টার।
শ্রীনগরের রাস্তার প্রতিটি মোড়ে এই মুহূর্তে পুলিস ও সিআরপিএফ জওয়ানদের বুটের ঘনঘন শব্দ শোনা গেছে।
ডালগেট, সোনাওয়ার, গুপকর রোড ও টিআরসি ক্রসিংয়ের বেশ কিছু মোড় কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। স্টেডিয়ামের দিকে গাড়ি ও মানুষজনের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছিল।
সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজর রাখা হয়েছিল বলে জানিয়েছেন পুলিস অফিসাররা।
জঙ্গিদের প্রবেশ আটকাতে শহরের এন্ট্রিপয়েন্টে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল।
১৩ ডিসেম্বর নির্বাচনের তৃতীয় দফার আগে শ্রীনগর ও অন্ততনাগে সোমবার দুটি নির্বাচনী প্রচার সভা করেন প্রধানমন্ত্রী।
এই দুটি সভা ছাড়াও আরও ৪ জায়গায় নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি।
হুরিয়ত কনফারেন্স চেয়ারম্যান সায়েদ আলি শাহ গিলানি মোদীর সভা বয়কটের ডাক দিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*