আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট ৷৷ এখন থেকে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা হতে পারে ১০০০ টাকা। আগামী ১৫ই আগস্ট থেকে এমনই আইন কার্যকর হতে যাচ্ছে ধলাই ত্রিপুরা জেলায়। প্রথমে এই ধলাই ত্রিপুরা জেলায় শুরু হলেও পরে সমগ্র জেলাতেই এই আইন কার্যকর হবে বলে জানা গেছে। জানা গেছে, আইন না মানলে প্রথমে ১০০০ টাকা জরিমানা হবে। একই ভুল দ্বিতীয় বার করলে তার ক্ষেত্রে ৫ হাজার টাকা জরিমানা অথবা ৫ বছরের জেল বা দুটোই হতে পারে। আরো জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা সংলগ্ন ১০০ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ। এক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে।