জাতীয় ডেস্ক ।। প্রয়াত হলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। সোমবার সকাল সোয়া আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কয়েকদিন ধরেই অসুস্থ ছিল লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। শ্বাসকষ্ট সহ অন্যান্য সমস্যার জন্য তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। ডায়ালিসিসও করতে হয়। কিন্তু শেষরক্ষা হল না।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ত্রিপুরার সি পি আই (এম) রাজ্য কমিটি।