আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট ৷৷ দু’দিন বাদেই ভারতের স্বাধীনতা দিবস। ১৫ই আগস্ট ৭২তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবছরের মত এবারেও মূল অনুষ্ঠান হবে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। তাছাড়া ১৪ আগস্ট আসাম রাইফেলস ময়দান, গান্ধীঘাট মূর্তি প্রাঙ্গণ এবং শহীদ মিনার সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থায় পরিচ্ছন্নতার কর্মসূচি নেওয়া হয়েছে।। এদিন সকাল ৬টায় উমাকান্ত একাডেমীর ময়দান থেকে মহিলাদের ৩ কিলোমিটার এবং পুরুষদের ৫ কিলোমিটার ক্রস কান্ট্রি র্যালী আয়োজিত হবে। আগামী ১৫ই আগষ্ট ভোর ৫ টায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ কর্তৃক প্রভাত ফেরী বেরোবে। এদিন সকাল ৯.১০ মিনিটে আসাম রাইফেলস ময়দানের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আনুষ্ঠানিকভাবে জাতিয় পতাকা উত্তোলন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন। এদিন সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। সোমবার শেষ মুহূর্তের প্রস্তুতিতে আসাম রাইফেলস ময়দানে মহড়া চলেছে পুরোদমে – প্যারেড, কুচকাওয়াজে যাঁরা অংশ নেবে তাদের দেখা গেছে অনুশীলনে নিমগ্র থাকতে।