আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট ৷৷ রাজ্যের শিল্পনগরি বোজংনগরে চিকিৎসা সামগ্রী তৈরির কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মঙ্গলাবার ফলক উন্মোচন করে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের অনুমতির জন্য শিল্পপতিদের এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে হতো। এখন এক জায়গাতেই আবেদন করলে সব অনুমতি পেয়ে যাবেন। এতে শিল্প প্রতিষ্ঠান গড়তে সময় কম লাগবে এবং হয়রানিও কম হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, সমাজসেবী জওহর সাহা প্রমুখ। জানা যায়, আগামী এক মাসের মধ্যে কারখানার নির্মাণ কাজ শুরু হবে।