সুজিত দে, আগরতলা, ১৮ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদ পরিচালিত ২০১৪ সালের মাধ্যমিক পরীক্ষায় ৫০ জন উপজাতি পরীক্ষার্থীর রেজাল্ট কেলেঙ্কারী ইস্যুতে থানায় এফ আই আর করল মধ্যশিক্ষা পর্যদ কতৃপক্ষ। ক্যাপিটেল কমপ্লেক্স থানায় আজ পর্যদের তরফে এফ আই আর দাখিল করা হয়।
অভিযোগ এই পরীক্ষার্থীদের উত্তর পত্রের সাথে তাদের হাতের লেখার কোন মিল নেই।ড্রপ আউট এই পরীক্ষারথী উপজাতি ৫০ জন ছাত্রছাত্রীর প্রায় সকলেই প্রত্যেকটি বিযয়েই লেটার মার্কস পেয়েছে।
পর্যদের এই রেজাল্ট কেলেঙ্কারী নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু হয়ে গেছে।