চেন্নাই, ৮ ডিসেম্বর ।। এবার বৃহত্তম মানব পতাকার রেকর্ড করল ভারত। চেন্নাইয়ের ওয়াইএমসিএ মাঠে এ রেকর্ড করে প্রায় দেড় লক্ষ স্বেচ্ছাসেবী যুবক।
গিনেস বুকের পাতা ওল্টালে মানুষের হাজারো রেকর্ড চোখে পড়ে। তবে এই বিশ্ব রেকর্ড দুনিয়াকে সংহতি ও ঐক্যের বার্তা দিল ১২০ কোটির দেশ। রেকর্ড বইতে স্থান পেয়ে গেল ভারতের একটি মানব পতাকা। সেই সাথে রচিত হল এক নতুন ইতিহাস।
এই বৃহত্তম মানব পতাকা গড়তে ৫০ হাজার যুবক সারিবদ্ধ ভাবে দাঁড়ায়। এর আগে মানব পতাকা তৈরিতে রেকর্ড ছিল পাকিস্তানের। স্পোর্টস ক্লাব অফ লাহোর-এর উদ্যোগে ২৮ হাজার ৯৫৭ জন মিলে মানব পতাকা তৈরি করে গিনেশ বুক-এ জায়গা করে নিয়েছিল তারা। এবার সেই রেকর্ড ভেঙে দিল ভারত।
এর আগে ২০১২ সালে ২৪ হাজার দুইশ’ জনের অংশগ্রহণে সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেস ওয়ার্ল্ডে রেকর্ডে নাম লেখায় পাকিস্তান।
এরপর ২০১৩ সালের ১৬ ডিসেম্বের বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ হাজার ১১৭ জন মানুষের সমন্বয়ে বিশ্বের সবেচেয়ে বড় এ মানব পতাকা তৈরি করা হয়।