বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত রাজ্যে

bdআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগষ্ট ৷৷ বাংলাদেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী। বুধবার সকালে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় শাহাদাত বার্ষিকী পালন করা হয়। এদিন সকালে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহম্মদ শাখাওয়াৎ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম সচিব মোহম্মদ জাকির হোসেন ভূইয়া, দ্বিতীয় সচিব মোহম্মদ ইকবাল হোসেন প্রমুখ। উপস্থিত সকলেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর ভিডিও এবং আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*