দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ আগষ্ট ৷৷ ব্রিটিশের অত্যাচার, জুলুম, শোষনের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের শেষে ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আকাশের বুকে উদ্ধত তেরঙ্গা দেশের মানুষের আত্মহারা আনন্দে ১৫ই আগষ্ট দেশজুড়ে পালন হচ্ছে ৭২তম স্বাধীনতা দিবস। রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি স্তরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের ঐক্য সংহতি তথা রাজ্যের চিরন্তন ঐতিহ্য তুলে ধরা হয়। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ও রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন স্কুলের প্রায় ২৫০ জন শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। পাহাড়ি বাঙ্গালির সন্মিলিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য পরিবেশন ও আসন প্রদর্শনী করা হয়।
আসাম রাইফেলসে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কুচকাওয়াজের অভিভাদন গ্রহন করেন মূখ্যমন্ত্রী, প্যারেডের সালামী গ্রহন করেন তিনি।