দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ আগষ্ট ৷৷ বহু রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ভারতের স্বাধীনতা। ব্রিটিশের দু’শ বছরের রাজত্বের অবসানে ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট পরাধীনতার শৃঙ্খল মোচন হয়েছিল আসমুদ্র হিমাচলের। বাঁধনহারা উচ্ছাসে মেতে উঠেছিল এই দেশ। স্বাধীনোত্তর ভারত বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। জাত, পাত, ধর্মের রাজনীতির অবসান হউক, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লাভ করবে সেই দিন যেদিন দেশের সংহতি, সর্বভৌমত্য, মানুষের মহামিলনে অনেক বেশী মজবুত হবে – ৭২তম স্বাধীনতা দিবসে গোটা ভারত নতুন করে জেগে উঠে উদার কন্ঠে গেয়ে উঠুক – “জন গণ মন অধিনায়ক জয় হে …………”।