রত্ন-হারা ভারত, ৭ দিনের রাষ্ট্রশোকের ঘোষণা, শুক্রবার অন্ত্যেষ্টি

abজাতীয় ডেস্ক ।। প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল ৫টা বেজে ৫ মিনিটে প্রয়াত হয়েছেন অটল বিহারী বাজপেয়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনাবসানে আগামিকাল অর্ধদিবস ছুটি এবং ৭ দিনের রাষ্ট্রশোকের ঘোষণা করল কেন্দ্র। এই সাত দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বাজপেয়ীর মৃত্যু সংবাদ পাওয়ার পরই গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ীর প্রয়াণে মর্মাহত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। টুইট করে গভীর শোকপ্রকাশ করেন তিনিও। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অটল বিহারী বাজপেয়ী। ৯ সপ্তাহ ধরে এইমস-এ চিকিত্সাধীন ছিলেন তিনি। মঙ্গলবার থেকে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ডায়াবেটিসে আক্রান্ত বাজপেয়ীর একটি কিডনি দীর্ঘদিন ধরেই বিকল। শুধুমাত্র একটি কিডনি কাজ করছিল। এই পরিস্থিতিতে চিকিত্সা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে চেষ্টার কোনও কসুর বাকি রাখেননি চিকিত্সকরা।
সাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দেহ শায়িত থাকবে বিজেপির সদর দফতরে। শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অন্ত্যেষ্টি হবে বিজয় ঘাটে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*