আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগষ্ট ৷৷ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উনার মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলাস্থিত মূখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী এ শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর চলে যাওয়াটা সমগ্র দেশ ও সমাজের কাছে এক অপূরনীয় ক্ষতি। তিনি বলেন, অটলজী তার সম্পূর্ণ জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন। এসময় ঈশ্বরের কাছে তার আত্মার প্রার্থনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এই মহান রাষ্ট্রনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য মুখ্যমন্ত্রী নয়াদিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।