পঞ্চভূতে বিলীন অটল বিহারী বাজপেয়ী

pmজাতীয় ডেস্ক ।। পঞ্চভূতে বিলীন হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। শুক্রবার বিকেল ৫.০০টায় দিল্লির স্মৃতি স্থল শ্মশানে গান স্যালুটে তাঁকে শেষ শ্রদ্ধা জানান জল, স্থল ও বায়ু এই তিন বাহিনীর সদস্যরা। সেই সময় সেখানে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ- রাষ্ট্রপতি এম ভেঙ্কায়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ মন্ত্রিসভার সমস্ত সদস্য। ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ দেশের তাবড় তাবড় নেতা নেত্রীরা।
এদিন বিজেপির নবনির্মিত সদর দফতরে সাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য খুলে দেওয়া হয় দরজা। সেখান থেকে বেলা ঠিক ২টোয় শুরু হয় শেষ যাত্রা। হাজারো মানুষের সঙ্গে অটল বিহারীর শেষ যাত্রায় পায়ে হেঁটে শ্মশানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন লক্ষ লক্ষ মানুষ। প্রায় পৌনে ২ ঘণ্টার যাত্রার পর শুক্রবার বিকেল ৩.৪৫ মিনিটে যমুনার পাড়ে রাষ্ট্রীয় স্মৃতি স্থল শ্মশানে পৌঁছয় ভারতরত্ন অটল বিহারীর দেহ। শেষ যাত্রায় সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ ও সেনার তিন বাহিনীর প্রতিনিধিরা। বিকেল ৪টেয় স্মৃতি স্থলে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা অটল বিহারী বাজপেয়ীর। প্রাক্তন
pm.jpg1শুক্রবার সকালে নয়া দিল্লির ৬এ কৃষ্ণ মেনন মার্গের বাসভবন থেকে অটল বিহারী বাজপেয়ীর দেহ পৌঁছয় দিল্লিতে বিজেপির সদর দফতরে। এর পর সেখানে তাঁর গার্ড অফ অনার দেওয়া হয়। এর পরই সাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য খুলে দেওয়া হয় দরজা। প্রাক্তন প্রধানমন্ত্রীকে এদিন শেষ শ্রদ্ধা জানান দেশের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আডবাণী তাঁকে পুষ্পার্ঘ নিবেদন করেন। বিদেশি প্রতিনিধিরাও প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তালিকায় রয়েছেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার, বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মেহেমুদ আলি ও ভুটানের রাজা জিগমে খেসর নামগেয়াল ওয়াংচুক। অটলজিকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন পাক সরকারের প্রতিনিধিও। গোটা আয়োজন তদারকির দায়িত্বে রয়েছেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ। শুক্রবার বিকেল ৪টেয় দিল্লির স্মৃতি স্থলে অটল বিহারী বাজপেয়ীর দেহের অন্তিম সংস্কার হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*