দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৮ ডিসেম্বর ।। দীর্ঘ দিন রাজ্য সরকারের দেয়া শিক্ষকতার চাকিরীতে নিয়োগ পেয়েও স্বস্তিতে ছিলেন না চাকুরী প্রাপকরা। ত্রিপুরা হাই কোর্টের নির্দেশে চাকুরী থাকবে কিনা এই নিয়ে যখন শঙ্কা আশংকা তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের কড়া নাড়া, অবশেষে চরমসীমা ঘনিয়ে আসতেই রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে স্পষ্টিকরনের জবাবে সোমবার চাকুরী প্রাপকরা অনেকটাই স্বস্তিতে। মাননীয় সুপ্রিম কোর্ট ১০,৩২৩ জনের চাকুরী নিয়ে অন্তর্বর্তীকলেই যে নির্দেশ নিয়েছে তাতে আপাতত চাকুরী খোয়া যাচ্ছেনা। যদিও এই সংক্রান্ত চূড়ান্ত রায় ঘোষনার কথা রয়েছে আগামী ৯ই জানুয়ারি। সোমবার মহাকরণে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সুপ্রিম কোর্টের রায় এবং চাকুরী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। সুপ্রিম কোর্ট মানবিকতার দৃষ্টি ভঙ্গি নিয়ে রায় দেবেন বলে আশা করছেন তিনি।