আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট ৷৷ শুক্রবার বিকেল ৪টেয় দিল্লির স্মৃতি স্থলে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দেহের অন্তিম সংস্কার হয়। শ্মশানে গান স্যালুটে তাঁকে শেষ শ্রদ্ধা জানান জল, স্থল ও বায়ু এই তিন বাহিনীর সদস্যরা। সেই সময় সেখানে হাজির ছিলেন ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান মূখ্যমন্ত্রী। এদিন সেখানে অন্যান্যদের মধ্যে সেখানে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ- রাষ্ট্রপতি এম ভেঙ্কায়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ মন্ত্রিসভার সমস্ত সদস্য। ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ দেশের তাবড় তাবড় নেতা নেত্রীরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৫.০৫ মিনিটে দিল্লির এইমসে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তাঁর দেহ নিয়ে আসা হয় দিল্লির বাসভবনে। রাতে সেখানেই ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ। শুক্রবার সকালে সেখানেও ছিল সাধারণের জন্য শ্রদ্ধাজ্ঞাপনের ব্যবস্থা। অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বাতিল করা হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠান। এদিন দেশের সমস্ত সরকারি দফতরে অর্ধনমিত ছিল জাতীয় পতাকা। ভারতীয়দের শোকে সামিল হয়ে এদিন ভারতে মার্কিন দূতাবাসে অর্ধনমিত ছিল সেদেশের জাতীয় পতাকা।