সত্যজিৎ কর্মকার মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের সূচনা

fbtবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ আগষ্ট ৷৷ প্রয়াত সত্যজিৎ কর্মকারের স্মৃতির উদ্দ্যেশ্যে শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত হয় সত্যজিৎ কর্মকার মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। শান্তির বাজার বসবাসকারী যুবকদের কাছে সত্যজিৎ কর্মকার নামটি নতুন। কংগ্রেস করার অপরাধে ১৯৮৮-র শেষে সত্যজিৎ কর্মকারকে প্রকাশ্য শান্তির বাজারের রাজপথে হত্যা করা হয়। আজ পর্যন্ত এই হত্যার সুবিচার হয়নি। সত্যজিৎ কর্মকারের নাম প্রায় বিলুপ্তির পথে। তাই নতুন প্রজন্মের কাছে সত্যজিতের পরিচিতি ও সত্যজিতের স্মৃতির উদ্দ্যেশ্যে দেশবন্ধু ক্লাব এই উদ্দ্যোগ নিয়েছেন। অনুষ্ঠানের পূর্ব সূচনা অনুযায়ী শুক্রবার এই খেলা শুরু হবার কথা ছিলো। কিন্তু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীর প্রয়ানে শোকস্তব্ধ হয়ে এই খেলার অনুষ্ঠানকে স্থগিত রাখা হয়েছে। শনিবার কোনো প্রকার আনন্দ ছারাই এই খেলার শুভ আরম্ভ হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে খেলার শুভ সূচনা করেন বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস। অনুষ্ঠান শুরুর পূর্বে প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মার সৎগতি কামনার্থে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, শান্তির বাজারএর এস ডি পি ও নির্দেশ দেব, বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার, টুর্নামেন্টর চেয়ারম্যান সত্যব্রত সাহা, ক্লাবের সম্পাদক প্রবীরবরন দাস ও অন্যান্য অতিথীবৃন্দ। অনুষ্ঠানে সকল অতিথী বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন প্রয়াত সত্যজিৎ কর্মকারের মা পুষ্প রানী কর্মকার। সামনেই শারদ উৎসব এই কথা মাথায়রেখে শান্তির বাজার মর্ডান ক্লাবের উদ্দ্যোগে প্রয়াত সত্যজিত কর্মকারের মায়ের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হয়। শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে মোট ১৮টি টিমকে নিয়ে খেলা সংগঠিত হবে। এদিন গোল পোষ্টে একটি গোল দিয়ে খেলার শুভ আরম্ভ করেন বিধায়ক প্রমোদ রিয়াং। এদিন প্রথম মেচে মর্ডান ক্লাব ও গারুকলোনীর খেলোয়াররা অংশ গ্রহন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*