আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট ৷৷ কালো দিবস পালন করলো রাজ্যের চাকমা জনগোষ্ঠী। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের সাথে তাল মিলিয়ে শুক্রবার রাজ্যেও কালো দিবসের অঙ্গ হিসাবে শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে চাকমা জনগোষ্ঠী। এদিন মিছিলটি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। জানা যায়, চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈঠকে ২৪ মার্চ, ২০১৬ থেকে এই দিনটিকে কালো দিবস হিসাবে পালন করা হয়। উত্তর পূর্বাঞ্চলের সবকয়টি রাজ্যই এই দিবসটি একসাথে পালন করে থাকে।