আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট ৷৷ ৭২তম স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবে রাজ্যের একমাত্র গান্ধী বাদি যুব সংগঠন যুব বিকাশ কেন্দ্র এবং নিফা রাজ্য শাখার উদ্যোগে বুধবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে এক অনুষ্ঠানের আয়োজিত হয়। দেশের বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে “এক সাম শহিদোকে নাম”। প্রদীপ প্রজ্জ্বলন ও শহিদদের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত চৌধুরী। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল ফুলন ভট্টাচার্য, বি এস এফ-র ডি আই জি বৃজেশ কুমার, মুম্বাইস্থিত আনাম প্রেম সামাজিক সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজয় পাতিল, যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশীষ মজুমদার, সচিব প্রতিমা দেববর্মা, সুপ্রিতি সরকার, রাকেশ দেববর্মা, দেবাশীষ দেববর্মা প্রমুখ।
এদিন সংস্থার তরফে রাজ্যের ১০টি বীর শহিদের পরিবারকে সন্মান জানানো হয়েছে।