আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট ৷৷ লিপিকা দাশগুপ্ত স্মৃতি মহাবিদ্যালয়ের প্রস্তাবিত প্রকল্পের শুভ সূচনা হয় শনিবার। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের রাজ্য শাখার সম্পাদক স্বামী হিতকামানন্দজী মহারাজ, বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, সিনিয়র আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্য প্রমুখ। উক্ত অনুষ্ঠানের শেষে লিপিকা দাশগুপ্ত স্মৃতি পুরস্কার প্রদান ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, লিপিকা দাশগুপ্ত স্মৃতি মহাবিদ্যালয়টি বিশালগড় মহকুমা অঞ্চলে গড়ে উঠবে।