আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট ৷৷ সম্প্রতি রাজ্যে বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের তিন শতাধিক অফিস ভেঙে দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর সি পি আই (এম) সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ করেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি বলেন, রাজ্যের ২৩টি মহকুমার মধ্যে বেশিরভাগ মহকুমায় সি পি আই (এম) দলের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। দলীয় কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। তিনি বলেন, পুলিশ প্রশাসনও বিজেপি’র হয়ে কাজ করছে। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গেছে বলে এদিন তিনি অভিযোগ করেন।