আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট ৷৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে রাফাইল যুদ্ধ বিমান প্রতিটি ৫২০ কোটি টাকা করে ফ্রান্স থেকে কিনেছিল ভারত। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এক একটি রাফাইল যুদ্ধ বিমান কিনছে ১ হাজার ৬৭২ কোটি টাকা করে। এই কিছুদিনে অনেক গুণ বেশি টাকা দিয়ে এক একটি যুদ্ধ বিমান কিনছে বর্তমান কেন্দ্রীয় সরকার। এই যুদ্ধ বিমান কেনার নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলায়েন্স শিল্পগোষ্ঠীর মালিকের কাছ থেকে ঘুষ নিয়েছে বলে অভিযোগ করে কংগ্রেস। এই রাফাইল যুদ্ধ বিমান ইস্যুতে ভারতব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করবে কংগ্রেস দল। এর প্রতিবাদে আগামী ৩০ আগস্ট দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাস ভবন ঘেরাও করবে যুব কংগ্রেস দলের প্রতিনিধিরা। এই কর্মসূচিতে ত্রিপুরা রাজ্য থেকেও যুব কংগ্রেস দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
সোমবার বিকেলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই কথা জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন, রাফাইল যুদ্ধ বিমানের একটি প্রতীকী তৈরি করে আগরতলা সহ রাজ্যের প্রতিটি এলাকায় প্রদর্শন করে বিজেপি’র দুর্নীতির কথা তুলে ধরা হবে। পাশাপাশি তিনি জানান,আগামী ২৭ আগস্ট আগরতলায় যুব কংগ্রেস যে অহিংস আইন অমান্য আন্দোলনের পরিকল্পনা নিয়েছিল তা অনিদৃষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।