আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট ৷৷ সম্প্রতি কেরলে বন্যায় প্রাণ হাড়িয়েছে বহু। গোটা দেশের সাথে বন্যা বিধ্বস্ত কেরলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। সোমবার মহাকরণে রাজ্য মন্ত্রিসভার জরুরী বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠকে বন্যা বিধ্বস্ত কেরল সরকারের কাছে ১ কোটি টাকা সাহায্য প্রদান করল ত্রিপুরা সরকার। পাশাপাশি মহাকরণে আয়োজিত এই বৈঠকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এই বৈঠকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি দ্ধা জানিয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন। পাশাপাশি বৈঠকে শোক প্রস্তাবও পাঠ করা হয়।