আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগষ্ট ৷৷ ১৮তম এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারের পছন্দের ইভেন্ট ভল্টিং টেবিলে আশানুরূপ ফলাফল করতে ব্যর্থ তিনি। সঠিক ভাবে ল্যান্ডিং করতে না পারায় পায়ে কিছুটা চোট পান দীপা। তবে ব্যালেন্সিং বিম ইভেন্টে ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠেছে দীপা। এদিন দীপা স্কোর করেন ১২.৭৫০। ভল্টিং টেবিলে দীপার হতাশাজনক ফলাফলে স্বাভাবিক ভাবেই হতাশ হয়েছেন দীপা এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দী।
এদিকে এশিয়ান গেমসে দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের সৌরভ চৌধুরী। উত্তর প্রদেশের এক কৃষকের ছেলে ১৬ বছরের সৌরভ ১০ মিটার এয়ার পিস্টলে স্বর্ণপদক জিতলেন। তার এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়া মহল।