আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগষ্ট ৷৷ বন্যা কবলিত কেরালার পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট দল। কেরালার বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন বামফ্রন্ট। কেরালার বন্যা পীড়িত মানুষের সহায়তার জন্য মঙ্গলবার সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজধানীর সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করছেন। এদিন রাজধানী আগরতলার সিটি সেন্টারসহ আশপাশ এলাকার দোকান এবং বাড়ি-ঘর থেকে চাঁদা সংগ্রহ করছেন। এদিন চাঁদা সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বিরোধীদলনেতা মানিক সরকার, সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্য নেতারা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে তাদের এই ত্রাণ সংগ্রহ অভিযান। এই সংগৃহীত ত্রাণগুলো কেরালা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হবে বলে জানা যায়।