আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগষ্ট ৷৷ গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুল আজহা। বুধবার সকালে রাজধানী আগরতলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ছোট বড় নানা বয়সী ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর গেদু মিঞার মসজিদ প্রাঙ্গণে। এখানে এক সঙ্গে প্রায় এক হাজারের বেশি মানুষ এক সঙ্গে নামাজ আদায় করেন ও দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করে। নামজ শেষে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।