আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট ৷৷ ২৩শে আগষ্ট আই পি এফ টি-র তিপ্রাল্যান্ড দাবী দিবস। বিগত ৯ বছর ধরে তিপ্রাল্যান্ড দাবীদিবস পালন করে আসছে আই পি এফ টি। এই দিবস উপলক্ষ্যে আই পি এফ টি-র তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার খুমুলুং স্টেডিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম রাজ্যের মন্ত্রী অতুল বোরা, রাজ্যের রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ দলীয় নেতৃত্বরা।