আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ অবিভক্ত ভারতে বঙ্গভঙ্গ রুখতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। রবিবার ছিল পবিত্র রাখি বন্ধন উৎসব। এই দিনে রাজ্যের গান্ধী বাদি সংগঠন যুব বিকাশ কেন্দ্র, নিফা রাজ্য শাখা, আরিয়ান স্যোসাল এসোসিয়েশন এবং ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরা রাজ্য শাখা এর উদ্যোগে রবিবার রাজধানীর আখাউড়া সীমান্তে ‘রাখি বন্ধন’ উৎসব উদযাপন করছেন। ভারত এবং বাংলাদেশের সৈনিকদের রাখি পড়িয়ে দেন সংগঠনের মহিলা স্বেচ্ছাসেবীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিফা রাজ্য শাখার পেট্রোন গৌতম দাস, যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশীষ মজুমদার, সচিব প্রতিমা দেববর্মা, সহ সভাপতি সুপ্রীতি সরকার, তিলোত্তমা দেববর্মা, রেখা দেব দাস, সুপর্ণা শর্মা, রাজীব সাহা, লিসান মারাক প্রমুখ।