আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ বৃটিশ শাসনে অবিভক্ত ভারতে বঙ্গভঙ্গ রুখতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। এই উৎসব এখনো প্রচলিত রয়েছে। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারি বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে ‘রাখি বন্ধন’ উৎসব। এদিন মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের হাতে রাখি বেঁধে দেন শিশু, দৃষ্টি প্রতিবন্ধী, নারী পুলিশ সদস্য ও বিজেপির মহিলা মোর্চার সদস্য সহ বিভিন্ন স্তরের নারী।