আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ রাজ্যের ৮টি জেলার ৮টি নদীতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস বিসর্জন দেওয়া হয়। রবিবার যথাযোগ্য মর্যাদায় পশ্চিম জেলার আগরতলায় হাওড়া নদীতে এই অস্থি কলস বিসর্জন দেওয়া হয়। এদিন হাওড়া নদীতে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ দলীয় নেতা নেত্রীরা বাজপেয়ীর অস্থি কলস বিসর্জন করেন।
রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে এদিন তেলিয়ামুড়ায় খোয়াই নদীতে সমাজসেবী অমিত রক্ষিত এবং ধর্মনগর কাঁকড়ি নদীতে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যথাযোগ্য মর্যাদায় রবিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস বিসর্জন দেন। বিসর্জনের আগে শহরে মিছিল বের হয়।