আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট ৷৷ স্যোসাল মিডিয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদলনেতা মানিক সরকারের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। জানা যায়, ‘টিম অনুপম পাল’ নামক একটি ফেসবুক পেজ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবির সাথে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর ছবি এডিট করে বসিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। পোস্ট সম্পর্কে দল অবগত হতেই মানিক সরকারের পক্ষে আইনজীবী কৌশিক রায় দেববর্মা পশ্চিম আগরতলা থানায় তথ্য প্রমাণ সহ লিখিত অভিযোগ জানিয়েছেন। সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।