আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট ৷৷ সোমবার সন্ধ্যায় মহাকরণের ভিডিও কনফারেন্স হলে দর্পণ-সি এম ডেসবোর্ড অব ত্রিপুরা অ্যান্ড টাস্ক মনিটরিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই প্রকল্পের মাধ্যমে মহাকরণ থেকে দেশের যে কোনো রাজ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ ও আরও দ্রুতগতিতে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্পটির মাধ্যমে সরকারি কাজে আরও বেশি স্বচ্ছতা ও গতি আসবে। এই সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের সচিব জি এস জি আয়েঙ্গার প্রমুখ।