আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট ৷৷ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প – ‘আয়ুষ্মান ভারত’, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হল রাজ্যে। সোমবার মহাকরণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্প চালু করা হয়। অনষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ, রাজ্যের মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, স্বাস্থ্য দপ্তরের সচিব সমরজীৎ ভৌমিক প্রমুখ।
এই প্রকল্পের সূচনাকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন এ প্রকল্পের ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের চার লাখ ৯৮হাজার ২০ পরিবার সুবিধা পাবে। রাজ্যের ৭০শতাংশ মানুষ এ প্রকল্পের অধীনে রয়েছেন। প্রথমে প্রকল্পটি আগরতলার জিবি ও আইজিএম হাসপাতালে চালু হচ্ছে। কিছু দিনের মধ্যে এ প্রকল্পটি অনলাইনের মাধ্যমে চালু হবে এবং সুবিধা ভোগীদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
এই প্রকল্পের প্রমাণপত্র হাতে পেয়ে খুশি সুবিধা ভোগীরা।