‘পিকে’-র রেডিওর দাম দেড় কোটি!

pkট্রানজিস্টার মানে রেডিও। ইন্টারনেটের যুগে সে তো অচল তার দাম কিনা দেড় কোটি টাকা! তাও বেঁচতে নারাজ মালিক । তবে এতো যে সে রেডিও নয়।
‘পিকে’ ছবিতে আমির খানের ইজ্জত বাঁচিয়েছিল এই রেডিওটি। অনলাইন নিলামে সেই রেডিওতার দাম উঠেছে দেড় কোটি.
আমদর্শক নিশ্চয়ই ভুলে যাননি নগ্ন আমিরের সেই পোস্টার। যেখানে রেডিও হাতে নিজেকে আড়াল রেখেছেন আমির অভিনেতা।
যে রেডিওটি আমিরের লজ্জা নিবারণকারী রেডিওটির চোরাবাজারে দাম ২২৭ টাকার বেশি নয়। তাই মিস্টার পারফেকশনিস্ট চান না, এই ধরনের ব্যবসা হোক।
তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি মনে করি, যে সব জিনিস আমাদের খুব কাছের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ, সেগুলি নিজের কাছেই রাখা ভালো।”
তবে রেডিওটি সংগ্রহে রাখার তালিকায় স্বয়ং ‘পিকে’-এর বান্ধবীও রয়েছেন।
অর্থাৎ অনুষ্কা শর্মাও ছবির পরিচালক রাজকুমার হিরানিকে বলে রেখেছেন পিকের স্মৃতি হিসাবে তিনি রেডিওটি রাখতে আগ্রহী। হাজার হোক আমিরি রেডিও। এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*