সি পি আই (এম)-বিজেপি সংঘর্ষ, ধৃতদের জেল হেপাজতে পাঠালো আদালত

cpmগোপাল সিং, খোয়াই, ২৮ আগষ্ট ৷৷ সোমবার খোয়াইতে সি পি আই (এম)-বিজেপি সংঘর্ষের ঘটনায় ধৃত তিন জন সি পি আই (এম) কর্মী লিটন ঘোষ, চন্দন ঘোষ ও টুটন ঘোষকে মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেপাজতে পাঠায়। সোমবার সি পি আই (এম) -বিজেপি সংঘর্ষে আহত শিবব্রত রায়ের খোয়াই থানায় মামলার ভিত্তিতেই এদের গ্রেপ্তার করে খোয়াই থানার পুলিশ। সোমবার কেরালার বন্যাদূর্গতদের জন্য ত্রান সাহায্য সংগ্রহ করতে গেলে সিপিএম-বিজেপি সংঘর্ষ বাধে খোয়াইতে। বাধা দেওয়া হয় ত্রান সংগ্রহে। এরপরই দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা থেকে মারধরের উপক্রম হয়। সংঘর্ষে আহত হন শিবব্রত রায় নামে এক বিজেপি কর্মী। মামলা করা হয় তিন জনের বিরুদ্ধে। রাতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তোলা হয় আদালতে। বিচারক তাদের জেলে পাঠায়। গোটা ঘটনায় খোয়াইয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। সোমবার রাতেই বিএমএস খোয়াই কার্য্যালয়ে আক্রমন করে দুস্কৃতীরা। এই ঘটনার জন্য স্থানীয় সি পি আই (এম) বিধায়ককে দায়ী করে মঙ্গলবার সকালে প্রথমে বিক্ষোভ মিছিল সংগঠিত করে বিএমএস এর শ্রমিকরা। এরপর বিকেলে প্রেসমিটে বিজেপি নেতৃত্বরা গোটা ঘটনার জন্য স্থানীয় সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাসের দিকে অভিযোগের আঙুল তুলেন। অপরদিকে খোয়াই সি পি আই (এম) কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সি পি আই (এম) বিধায়ক নির্মল বিশ্বাস সহ বাম নেতৃত্বরা গোটা ঘটনাকে গোষ্ঠী কোন্দল বলে উল্লেখ করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*