বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ আগষ্ট ৷৷ অফিসের কাজকর্ম লাঠে উঠিয়ে তাস খেলায় মাতোয়ারা বীরচন্দ্র জোনাল অফিসের কর্মরত কর্মীরা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু জোনাল অফিসে কর্মচারীর কম্পিউটারে তাস খেলায় মাতোয়ারা হয়ে আছেন এমনটাই চিত্র দেখা গেল। রাজ্যে সবকয়টি সরকারি অফিসে দ্রুত কাজের জন্য ও ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে সব অফিসে কম্পিউটার প্রদান করেছেন ও অনলাইনে কাজ করার জন্য ইন্টারনেট সংযোগ করে দিয়েছেন। কিন্তু কিছু কিছু অফিসে দেখা যায় এই কম্পিউটার ও ইন্টারনেটের অপব্যাবহার করছে অফিসে কর্মরত কর্মচারীরা। কেউ কেউ ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে ফেইসবুক করছে, ইউটিউবে মুভি দেখছে। অপরদিকে কেউ কেউ কম্পিউটারে তাস খেলায় মাতোয়ারা হয়ে থাকে। অফিসকর্মী তাসখেলার চিত্র ফুটে উঠেছে আমাদের ক্যামেরার পর্দায়। বীরচন্দ্র সাবজোলারের এস্টাব্লিস সেকশানের একজন ইউ ডি স্টাপ এই খেলায় মাতোয়ারা হয়ে আছেন। আচমকা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পেয়ে তিনি কম্পিউটারের টেবিল ত্যাগ করে নিজ টেবিলে এসে বসেন। বীরচন্দ্র মনু এই জোনাল অফিসে কাজকর্ম এই ভাবে লাঠে উঠছে বলে দাবি করেন অভিঞ্জমহল।