বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ আগষ্ট ৷৷ শান্তিরবাজার মহকুমার দক্ষিন জেলা হাসপাতালে বৃহস্পতিবার সকালে ফিতা কেটে প্রাধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস প্রকল্পের শুভ সূচনা করেন ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। ডায়ালাইসিস প্রকল্পের শুভ সূচনার পর স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন ও রোগীরদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শুনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব ঘোষ, বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতেগিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের সচেতন করেন। অপরদিকে রোগীদের সঠিক পরিষেবা দিয়ে রেফার কম করার জন্যও আহব্বান করেন তিনি। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জেলা হাসপাতালের অপারেশন থিয়েটারগুলি ঘুরে দেখে হতবাক হয়ে যান। বেহাল অবস্থা দেখে স্বাস্থ্যমন্ত্রী সকলকে নিয়ে এক বৈঠকে বসেন ও ঘর দ্রুত মেরামতের পরামর্শ দেন।