আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগষ্ট ৷৷ নেশা সামগ্রীর রফা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো দুই মাদক বিক্রেতা। বৃহস্পতিবার সকালে তাদের আটক করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে একটি মিনি ট্রাক দেখে সন্দেহ হওয়ায় পুলিশ ট্রাকটিকে দাঁড়াতে বললে ট্রাকটি আরও দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছু দূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তখন পুলিশ ট্রাকটিকে ক্রেন দিয়ে শ্রীনগর থানায় নিয়ে যায়। জানা যায়, কিছুক্ষন পরেই পুলিশ কে ফোন করে পাচারকারীরা অর্থের বিনিময়ে আটক করা গাড়ি সহ মাদক ছেড়ে দেওয়ার কথা বলে। পরে দুই মাদক বিক্রেতা একটি গাড়ি করে নগদ এক লক্ষ টাকা নিয়ে আসলে পুলিশ জাল পেতে বসে রতন দেবনাথ (৪৭) ও পুনি রাম দেববর্মা (৩৫) নামে দুই পাচারকারীদের আটক করেন। জানা যায়, ট্রাকটি থেকে ২৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩৬০ কেজি গাজা উদ্ধার করে পুলিশ।