আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগষ্ট ৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন দিল্লীতে অবস্থিত থাইল্যান্ড হাইকমিশনের হাই কমিশনার চুতিনতর্ন গংসাধ্যি। বৃহস্পতিবার বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রীর অফিসে আসেন দিল্লীতে অবস্থিত থাইল্যান্ড হাইকমিশনের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন থাইল্যান্ড হাইকমিশনের হাই কমিশনার চুতিনতর্ন গংসাধ্যি। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন হাই কমিশনের দুই দ্বিতীয় সচিব চুতিনতর্ন কিস্তিওয়ত ও প্রেসিদো পুর্তকেনন, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট ডেনিজিসেপ এবং মিনিস্টার কাউন্সিলার থ্যারেডল থাংরোয়াং। এসময় মূখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন।
বৈঠক শেষে হাই কমিশনার চুতিনতর্ন গংসাধ্যি সাংবাদিকদের বলেন, উত্তর-পূর্ব ভারতের মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি বিষয়ে কাজ করার উদ্দেশে তার রাজ্য সফর করেন। তিনি বলেন, থাইল্যান্ডের ব্যবসায়ীরা ভারতে বছরে ১০ বিলিয়ন ইউ এস ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে আটো মোবাইল, ফুড পার্ক, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি ক্ষেত্রে কাজ করার আগ্রহ দেখিয়েছে তারা।