বন্ধুর শোক ভুলে ওয়ার্নারের শতক

cricket৯ ডিসেম্বর ।। ফিলিপ হিউজের অকাল মৃত্যুর যন্ত্রণা এখনো ভুলেনি অস্ট্রেলিয়া। মাত্র ২৫ বয়সে হিউজের চলে যাওয়ার দুঃখটা অস্ট্রেলিয়ানদের কাছে পাহাড়সম। তারপরও জীবন থেমে থাকে না। থাকে না বলেই ভারতের বিপক্ষে মাঠে নেমেই জ্বলে উঠলেন ফিলিপ হিউজের কাছের বন্ধু ওয়ার্নার। অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে দারুণ একটি সেঞ্চুরি করেছেন তিনি।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলীয় ৫০ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ক্রিস রজার্সকে ফেরান ইশান্ত শর্মা। এরপর দলীয় ৮৮ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। শেন ওয়াটসনকে ফেরান বরুণ আরুণ।
দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ১১৮ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও মাইকেল ক্লার্ক। দলীয় ২০৬ রানে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলীয় অধিনায়ক করেছিলেন ৬০ রান। ২৫৮ রানে ১৪৫ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন ওয়ার্নার।
সেঞ্চুরি করার পথে ১৯টি চার মারেন তিনি। এটি ওয়ার্নারের ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি। ওয়ার্নারের সেঞ্চুরিটি এল এমন সময়ে, যখন পুরো অস্ট্রেলিয়া হিউজের মৃত্যুশোকে কাতর। অস্ট্রেলিয়া নিশ্চয় চাইছে হিউজের শোককে শক্তিতে পরিণত করে ভারতের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটানো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*