গোপাল সিং, খোয়াই, , ০১ সেপ্টেম্বর ৷৷ ইন্ডিয়া পোষ্ট প্যামেন্ট ব্যাঙ্কের খোয়াই শাখার উদ্বোধন হয় শনিবার। এদিন খোয়াই শাখার উদ্বোধন নিয়ে মোট ৫টি শাখার উদ্বোধন হল রাজ্যে। এদিন বিকেলে খোয়াই নতুন টাউন হলে কম্পিউটারের বোতাম টিপে ইন্ডিয়া পোষ্ট প্যামেন্ট ব্যাঙ্কের খোয়াই শাখার উদ্বোধন করেন উপজাতি কল্যাণ ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ধর্মনগরের ডাক বিভাগের অধিকর্তা মানিক লাল দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে খোয়াইয়ের দুজন বিশিষ্ট গ্রাহকের হাতে ইন্ডিয়া পোষ্ট প্যামেন্ট ব্যাঙ্কের খোয়াই শাখার পক্ষ থেকে দুটি কার্ড তুলে দেওয়া হয়।