আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর ৷৷ ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন পাঁচ বছরের মধ্যে তা পূরণ করতে না পারলে আগামী বিধানসভা নির্বাচনে আর ভোটে লড়বেন না রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার বিকেলে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে ‘চিফ মিনিস্টার’স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্ট’ প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে আমরা ক্ষমতায় এসেছি ৫ মাস হয়েছে। এই সময়ের মধ্যে সরকার অনেক গুলো ভালো কাজ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে শুধু বনমালীপুর আসন থেকে কেন রাজ্যের কোনো আসন থেকেই আর নির্বাচনে লড়বো না।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক আশিষ কুমার সাহা, স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ অরুনোদয় সাহা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব সুশীল কুমার, মধ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৮০ জন শিক্ষার্থীকে স্টাইপ্যাড ও প্রশংসা পত্র দেওয়া হয়। এ বছরই রাজ্যের মোট ৩৬টি বিদ্যালয়কে পুরস্কার দেওয়া হয়েছে।