আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর ৷৷ রাজ্যে ফের আক্রান্ত সংবাদমাধ্যম। রাজধানীর বটতলায় আক্রান্ত হল সাংবাদিক। জানা যায়, বহু দিন ধরেই সংবাদমাধ্যমের কাছে অভিযোগ আসছিল বিভিন্ন আটো চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা সহ অতিরিক্ত যাত্রীবহন করছে। এই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে এই ঘটনা ক্যামেরাবন্দি করতে গেলে বি এম এস নেতা পরিচয় দিয়ে তপন গোস্বামী নামে এক ব্যক্তি একটি বৈদ্যতিন সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিক শুভব ধর এবং কৌশিক অধিকারীর উপর আক্রমণ করে। জানা যায়, ঐ ব্যাক্তি সাংবাদিকদের ক্যামেরা এবং চ্যানেলের লোগো ও মাইক্রোফোন নিয়ে যায়। পরে খবর পেয়ে ঐ সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। পরবর্তী সময়ে চাপে পরে তপন গোস্বামীকে আটক করে পুলিশ।