কোলকাতার মাঝেরহাটে ভেঙ্গে পড়ল ব্রিজ, চলছে উদ্ধারকার্য

kolজাতীয় ডেস্ক ।। ফের পশ্চিমবঙ্গের কোলকাতায় ব্রিজ ভেঙ্গে প্রাণ হারালো ১, আহত প্রচুর। মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিটে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। একাধিক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও ৪ জনের মৃত্যুর আশঙ্কা। ঘটনাস্থলে পুলিস, রয়েছেন সেনাবাহিনীর কর্মী। বহু বাইক আরোহীর ব্রিজের নীচে চাপা পড়ে থাকার খবর পাওয়া গিয়েছে। ব্রিজের বিভিন্ন বিন ও পিলারের সাহায্যে ভেঙে পড়া অংশে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে ব্রিজের বাকি অংশটাও ভেঙে না পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুরসভার আধিকারিকরা। ভাঙা ব্রিজে সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি। মনে করা হচ্ছে, মুখ থুবড়ে পড়ে থাকা গাড়ি ও আটকে পড়া বাসের মধ্যে আর কেউ আটকে নেই। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভাঙা অংশের নীচে কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, তা স্পষ্ট নয়। তবে নীচে কেউ আটকে থাকতে পারেন এই আশঙ্কায় চলছে তল্লাশি। ব্রিজের ডেকে যন্ত্র দিয়ে ফুটো করে তৈরি করা হয়েছে ম্যান হোল। তা দিয়ে নীচে নেমে তল্লাশি চালান বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তবে সেখানে এখনো পর্যন্ত কারও খোঁজ মেলেনি। রাতে সেতুর নীচে কেউ চাপা পড়ে আছে কি না জানতে আনা হয় পুলিস কুকুর। কলকাতা পুলিস, বিপর্যয় মোকাবিলা দল ও সেনাবাহিনী একযোগে চালাচ্ছে উদ্ধারকাজ। ভেঙে পড়া সেতু থেকে হতাহতদের উদ্ধারের পর রাত বাড়তে সরানো হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি। ক্রেন এনে একে একে সেতুর ভাঙা অংশ থেকে তুলে ফেলা হয় গাড়িগুলিকে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*